বিস্তারিত
জনশুমারি ও গৃহগননা-২০২২ প্রকল্পে স্বল্পকালীন কিছুসংখ্যক আইটি সুপারভাইজার ছেলে /মেয়ে নিয়োগ করা হবে।
যোগ্যতা:
কম্পিউটার সাইন্স /EEE/ CIT/ CSE/ Telecommunication/ এই সম্পর্কিত বিষয়ে ডিগ্রী/ডিপ্লোমাধারী। এই সমস্ত বিষয়ে বিভিন্ন সরকারী/বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ডিগ্রী/ডিপ্লোমা অধ্যয়নরত ছাত্র/ছাত্রীগণকেও সুপারভাইজার (আইটি) হিসেবে নিয়োগ করা যাবে। কম্পিউটার/ ল্যাপটপ/ ট্যাবলেট /অ্যান্ড্রয়েড ফোন চালনায় পারদর্শী হতে হবে।
জরুরী ভিত্তিতে যোগাযোগ : উপজেলা পরিসংখ্যান অফিস, শাহজাদপুর, সিরাজগঞ্জ।