Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মোট প্রাক্কলিত জনসংখ্যা ১৭ কোটি ০৮ লাখ ৪০ হাজার (০১ জানুয়ারি ২০২৩)। জনসংখ্যার ঘনত্ব ১১৬৩ (প্রতি বর্গকিলোমিটার-২০২২) । জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৫ (২০২২) । খানার আকার ৪.২ জন (২০২২) । লিঙ্গানুপাত (পুরুষ/নারী *১০০) ৯৭.৫ ; স্থূল জন্মহার ১৯.৩; স্থূল মৃত্যুহার ৫.৮ (২০২২) । প্রত্যাশিত গড় আয়ু ৭২.৪ বছর (২০২২) । সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) - ৭৬.৮% (২০২২) । স্থূল প্রতিবন্ধিতার হার ২৫.৫ (প্রতি হাজারে- ২০২২) । দারিদ্র্যের হার ১৮.৭% ও অতি দারিদ্র্যের হার ৫.৬% । বেকার জনগোষ্ঠী ২.৬৩ মিলিয়ন । বেকারত্বের হার ৩.৬% । মূল্যস্ফীতি ৯.৯৪% (মে ২০২৩) । মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৫৯.৬% (২০২২) । ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৪১.০% (২০২২) । মাতৃমৃত্যুর অনুপাত ১৫৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে-২০২২)। জিডিপি - ৩৯,৭৬৫ বিলিয়ন টাকা (P)। জিডিপি প্রবৃদ্ধির হার - ৭.২৫% (P) । জিএনআই - ৪১,২৪১ বিলিয়ন টাকা (P) । মাথাপিছু আয় - ২,৭৬৫ মার্কিন ডলার। আমদানি ৬,০২৩ বিলিয়ন টাকা । রপ্তানি ৩,৭৬৪ বিলিয়ন টাকা । রেমিটেন্স ১৭৩.২৭ বিলিয়ন টাকা । সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-২০২৩


শিরোনাম
নিয়োগ বিজ্ঞপ্তি।
বিস্তারিত
জনশুমারি ও গৃহগননা-২০২২ প্রকল্পে স্বল্পকালীন কিছুসংখ্যক আইটি সুপারভাইজার ছেলে /মেয়ে নিয়োগ করা হবে। 
যোগ্যতা:
কম্পিউটার সাইন্স /EEE/ CIT/ CSE/ Telecommunication/ এই সম্পর্কিত বিষয়ে ডিগ্রী/ডিপ্লোমাধারী। এই সমস্ত বিষয়ে বিভিন্ন সরকারী/বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ডিগ্রী/ডিপ্লোমা  অধ্যয়নরত ছাত্র/ছাত্রীগণকেও সুপারভাইজার (আইটি) হিসেবে নিয়োগ করা যাবে।  কম্পিউটার/ ল্যাপটপ/ ট্যাবলেট /অ্যান্ড্রয়েড ফোন চালনায় পারদর্শী হতে হবে।
জরুরী ভিত্তিতে যোগাযোগ : উপজেলা পরিসংখ্যান অফিস, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
11/05/2022
আর্কাইভ তারিখ
11/12/2022